Jewellery new design

by siddika

Jewellery new design

জুয়েলারির ডিজাইন সব সময় চেঞ্জ হতে থাকে।কখনো তা নিজের চিন্তার উপর পরিবর্তন হয় আবার কখনো প্রকৃতির যেমন পাতা ফুল থেকে ডিজাইন বানানো হয়।বর্তমানে সরু চেইন, ফুলের ডিজাইন করা আংটি,ছোট পেনডেন্ট এগুলো সবাই একটু বেশি পছন্দ করে।সুন্দর এবং সহজেই ক্যারি করা যায় এমন জিনিস সব সময় এ মানুষ বেশি পছন্দ করে।এক পাথর বিশিষ্ঠ আংটি গুলো বেশ সুন্দর এবং ক্লাসিক লুক দেয়।আবার অনেক পুরোনো ঐতিহ্য জুয়েলারিতে নতুন কারুকাজ করে মানুষ নতুন ভাবে ব্যবহার করে।এর পাশাপাশি নিজের নাম এর fast letter কারুকাজ করা পেনডেন্ট অনেকের কাছে পছন্দ।বর্তমানে একধরণের ধাতু ব্যবহার না করে অনেক ধরণের ধাতু একসাথে করে জুয়েলারি বানানো একটি ট্রেন্ড।বিভিন্ন রঙের স্বর্ণ একসাথে করে (যেমন-হলুদ সাদা রোজ গোল্ড) এবং রুপা ও প্লাটিনিয়াম একসাথে করে ডিজাইন বানানো হয়।