নারীদের জুয়েলারি জিনিসপত্র এর মধ্যে নেকলেস অন্যতম।নেকলেস সবারই পছন্দের জুয়েলারি আইটেম। এটি ইজিলি ক্যারি করা যায়।রেগুলার ইউস এর মধ্যে রিং এর পাশাপাশি নেকলেস ও দারুণ একটা জুয়েলারি আইটেম।ডায়মন্ড থেকে শুরু করে গোল্ডের,সিলভার বা নিজের কাস্টমাইজ করা সব ধরনের নেকলেস পাওয়া যায়।
⭐️কেমন ডিজাইনের হয়ে থাকে?
নেকলেস বিভিন্ন ডিজাইন এর হয়ে থাকে।যেমনঃ এক অক্ষরের,প্রিয় মানুষ এর নাম দিয়ে,একটা স্টোন এর,পারল এর ,একটি ফুল এর ডিজাইন আরো অনেক ধরণের।নেকলেস নিজের ইচ্ছা মতো ডিজাইন করে পরা যায়।আবার ২ টা চিকন চেন এর লেয়ার এর মতো হয়ে থাকে।প্রথম টা খালি থাকলে ও পরে একটি স্টোন বা ছোট ছোট পারল এর মতো হয়।

✨মানানসই জুয়েলারি✨
রিং এর মতো নেকলেস এমন একটি জুয়েলারি আইটেম যেইটা সব ধরণের আউটফিট এর সাথে ক্যারি করা যায়।এমন কি অফিস মিটিং এ কুল লুক এর সাথে নেকলেস ভেজালমুক্ত জুয়েলারি।আপনি চাইলে এটি অল টাইম করতে পারবেন।তাছাড়া আপনার প্রিয় মানুষ এর ফাস্ট লেটার কাস্টোমাইজ করে ও পড়তে পারবেন।

📍কোথায় পাবেন?
নেকলেস সব জুয়েলারি দোকান এই পাওয়া যায়।ছোট ছোট জুয়েলারি দোকানে ও এভেইলেবল।
◾️অফ-লাইন জায়গা:
যেকোনো জুয়েলারি দোকান,হোপ মার্কেট,নিউ মার্কেট,গাউসিয়া।
◾️অনলাইন জায়গা:
দারাজ,সাজগোজ,জুয়েলারি শপ ইত্যাদি।
💡টিপস:
শাড়ী,সালোয়ার কামিজ,ফর্মাল ড্রেস,ওয়েস্টান ড্রেস এর সাথে নেকলেস ক্যারি করতে পারেন।🌸

⌛️সোশ্যাল মিডিয়া ট্রেন্ড:
সব ধরণের ড্রেস এর সাথে নেকলেস মানানসই।বর্তমানে সালোয়ার এর সাথে সিম্পল জুয়েলারি এর জন্য মেয়েরা নেকলেস,রিং এগুলা ক্যারি করে। যা দেখতে ও স্মার্ট লাগে।আপনি আপনার পছন্দের লুক এর সাথে নেকলেস পরে দেখতে পারেন।আমার বিশ্বাস আপনকে সুন্দর লাগবে।তাছাড়া এখন নিজের নাম এর লেটার কাস্টমাইজ করে চেন এর মতো বানিয়ে সেইটা সবাই ক্যারি করে।ফর্মাল ড্রেস এর সাথে ও নেকলেস বেশ সুন্দর জুয়েলারি।
✏️সব শেষে নিজের মতামত:
আপনকে সব লুক এই সুন্দর লাগে।নিজের ড্রেস এর সাথে মানানসই জুয়েলারি ক্যারি করলে বেটার লুক পাওয়া যায়।নিজের পছন্দকে প্রাধান্য দেয়া উচিত।নিজেকে কনফিডেন্স লুক দেয়ার জন্য ম্যাচিং ড্রেস এর সাথে ম্যাচিং জুয়েলারি বাদ্ধতামূকল।