নারীদের নাকের দুল

by siddika

নারীদের নাকের দুল

নাকফুল একটি সুন্দর এবং ঐতিহ্য সংস্কৃতি বহন করে।বিবাহিত নারীদের নাকের ফুল পরা অনেক পুরাতন নীতি। এছাড়া বিয়ের সময় কনে নাকে নাকছাবি এর মতো জুয়েলারি পরিধান করে থাকে।আগের দিন এ বিবাহিত নারীদের নাকের ফুল পরা প্রচলন নীতি ছিল। এখন রিং এর মতো ছোট নাকের ফুল পরে থাকে। ডায়মন্ড এর বিভিন্ন ডিজাইন এর নাকের ফুল পাওয়া যায়।

তাছাড়া বাহিরের দেশে নাকের মাঝবরাবর রিং এর মতো nose ring পরা হয়।তারা বেশিরভাগ সময় সিলভার কালার এর নাকের রিং পরে থাকে।

নিজের কিছু মতামত:

ছোট সিম্পল নোস্ রিং আমার অনেক পছন্দের। এটি একটা কুল এবং ট্রেন্ডি লুক দেয়।মর্ডান ড্রেস এর সাথে আমি মাঝে মাঝে এ নোস্ রিং পরে থাকি।খুব অল্প দাম এই গুলা কিনা যায়। হোপ মার্কেট,নিউমার্কেট এ এসব জায়গায় রিং পাওয়া যায়।আবার বিয়ের জন্য নাকছাবি ও পাওয়া যায় যা সুন্দর এবং একটা বাঙালিয়ানা ভাব দেয়। তাই নিজের বিয়ের লুক এ জুয়েলারির সাথে নাকছাবি রাখতে ভুলবেন না।

কিছু নোস্ রিং এর ডিজাইন শেয়ার করা হলো:

উপরের ডিজাইন থেকে আপনি আপনার পছেন্দের নোস্ রিং বেছে নিতে পারেন।নিজের বিয়ের লুক কে একটা বাঙালিয়ানা ভাব আনতে আপনি বিভিন্ন ডিজাইন এর নাকছাবি ব্যবহার করতে পারেন।