যেকোনো রং এর শাড়ির সাথে ম্যাচিং গহনা পুরা লুককে চেঞ্জ করতে পারে।এর মধ্যে কালো রং এর শাড়ি আমাদের সকলের পছন্দ।কালো শাড়ির সাথে সিলভার জুয়েলারি অনেক সুন্দরী যায়।কোনো এলিগেন্ট বা স্মার্ট লুক এর জন্য কালো শাড়ি বেস্ট অপশন।এর সাথে smokey eye look মেকআপ বেস্ট অপশন। smokey eye look এর জন্য ধূসর,বাদামি,ডার্ক নীল কালার গুলা ব্যবহার করা হয়।
✨আমার পছেন্দের কিছু smokey look শেয়ার করছি:



সিলভার জুয়েলারি কালো শাড়ির জন্য সব সময় বেস্ট।আমি কালো শাড়ির সাথে সিলভার জুয়েলারি পরে থাকি।এটি আমাকে এলিগেন্ট লুক দেয়।
⭐️জুয়েলারি কোথায় পাবেন?
জুয়েলারির জন্য বেস্ট জায়গা গুলোর মধ্যে আছে বেইলি রোড,নিউ মার্কেট,চাঁদনী চক।এসব জায়গায় সব ধরণের জুয়েলারি পাওয়া যায়।সিলভার জুয়েলারির অনেক ডিজাইন এইখানে পাওয়া যায়।আমি সব সময় সিলভার জুয়েলারির জন্য বেইলি রোড এ যাই।কম টাকা তে ভালো জুয়েলারি ডিজাইন ঐখান থেকে কিনে ফেলি।
📿সিলভার জুয়েলারির ডিজাইন:




💌টিপস:
✮কালো শাড়ির সাথে সিলভার জুয়েলারি ক্যারি করতে হবে।
✮smokey look বা কাজল পরতে হবে।
✮কালো শাড়ির সাথে গোল্ড, ডার্ক নীল,ডার্ক লাল এসব কালার ম্যাচ রাখতে হবে।
💗সর্বশেষ কথা:
শাড়ি বাঙালি মেয়েদের আবেগ। আপনি যেই রং এর শাড়ি পরেন না কেন, সেই শাড়িতেই আপনকে সুন্দর এবং পারফেক্ট লাগবে।
কালো শাড়ি+কালো চুরি+জুয়েলারি+বেইলি ফুল=পারফেক্ট কম্বো।🌸